পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

Posted on June 26, 2025

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। 

সিরিজের সবগুলো ম্যাচ সন্ধ্যা ৬টায় ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ জুলাই ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল।

২০ জুলাই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর ২২ এবং ২৪ জুলাই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে দু’দল। ২৫ জুলাই দেশের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে পাকিস্তান।

বর্তমানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলংকা সফরে আছে বাংলাদেশ দল। আজ থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করেছে টাইগাররা। টেস্ট সিরিজের শেষে লংকানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

শ্রীলংকা সফরে ১৬ জুলাই শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৭ জুলাই দেশের উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা।