প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

Posted on June 19, 2025

স্পোর্টস ডেস্ক : গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় দিনের শুরুতেই শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শেষ করা টাইগাররা তৃতীয় দিনে যোগ করতে পেরেছে মাত্র ১১ রান। সব মিলিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৯৫ রান। প্রত্যাশা ছিল স্কোরবোর্ডে ৫০০ রানের। কিন্তু ম্যাচের তৃতীয় দিন সকালে পাঁচশ ছোয়ার আগেই অলআউট হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে ৮ বলে ০ রান করে নাহিদ রানা কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে আউট হলে অলআউট হয় বাংলাদেশ। ১৫ বলে ৭ রান করে টিকে ছিলেন হাসান মাহমুদ। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমদিনে আগে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রান তুলতেই টপঅর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর দলের হাল ধরেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দুজনে রেকর্ড ২৬৪ রানের জুটি গড়ে সফরকারীদের ম্যাচে ফিরিয়ে আনে।

দ্বিতীয় দিনের সকালে ব্যক্তিগত ১৪৮ রানে শান্ত আউট হলেও পথ হারায়নি বাংলাদেশ। লিটন দাসকে নিয়ে ফের ১৪৯ রানের বড় জুটি গড়েন মুশফিক। তবে ব্যক্তিগত ১৬৩ রানে সাজঘরের পথে ফিরতে হয় মিস্টার ডিপেন্ডেবলকে। হতাশ হয়েছেন লিটন কুমার দাসও। ব্যক্তিগত ৯০ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক।

এরপরেই শুরু হয় টাইগারদের ব্যাটিং বিপর্যয়। যার রেশ ছিল তৃতীয় দিনের সকাল পর্যন্ত। ৩৭ রান তুলতেই শেষ ৭ উইকেট হারিয়ে ৪৯৫ রানে থামে টাইগারদের ইনিংস। টাইগারদের বিপক্ষে ৪ উইকেট আসিথা ফার্নান্দোর। ৩টি করে উইকেট মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকের।