বাংলাদেশে মে মাসের পিএমআই সূচক ৫৮.৯: দ্রুততর প্রবৃদ্ধির ইঙ্গিত

Posted on June 16, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) মে মাসে ৬.০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮.৯ পয়েন্টে পৌঁছেছে। যা দেশের অর্থনৈতিক কার্যক্রমে দ্রুততর প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

রোববার (১৫ জুন) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি, উৎপাদন ও সেবা খাতের অগ্রগতির ফলে মে মাসে সামগ্রিক পিএমআই সূচকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও নির্মাণ খাতের প্রবৃদ্ধির গতি অপরিবর্তিত রয়েছে।

পিএমআই সূচকটি এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহায়তায় এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম) এর কারিগরি সহযোগিতায় তৈরি হয়েছে। এটি দেশের অর্থনৈতিক গতিপ্রকৃতি সম্পর্কে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করে।

প্রতিবেদন অনুযায়ী, কৃষি খাত টানা অষ্টম মাসে প্রবৃদ্ধি দেখিয়েছে এবং তা আরও ত্বরান্বিত হয়েছে। নতুন ব্যবসা, উৎপাদন, কর্মসংস্থান, ইনপুট খরচ এবং অর্ডার ব্যাকলগ সূচক প্রবৃদ্ধির দিকেই গেছে।

উৎপাদন খাত টানা নবম মাসে প্রবৃদ্ধি অর্জন করেছে। যদিও অর্ডার ব্যাকলগ সূচক এখনও সংকোচনের মধ্যে রয়েছে, তবে তার গতি কিছুটা হ্রাস পেয়েছে।

নির্মাণ খাত টানা ছয় মাস ধরে প্রবৃদ্ধি দেখালেও মে মাসে তা অপরিবর্তিত ছিল। কিছু সূচকে ইতিবাচক পরিবর্তন এলেও নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সূচকে সংকোচন দেখা গেছে।

সেবা খাত টানা অষ্টম মাসে প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যবসায়িক কার্যক্রম এবং অর্ডার ব্যাকলগ সূচক আবার প্রবৃদ্ধির দিকে ফিরেছে, যদিও কর্মসংস্থানের প্রবৃদ্ধি কিছুটা ধীর হয়েছে।

ভবিষ্যৎ ব্যবসার সূচক অনুযায়ী, কৃষি খাত ছাড়া অন্যান্য খাতে প্রবৃদ্ধির হার কিছুটা কমে গেছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ বলেন, ‘সর্বশেষ পিএমআই রিডিং ইঙ্গিত দেয় যে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। যা রপ্তানি নির্ভর উৎপাদনের গতি এবং ঈদ উৎসবকে কেন্দ্র করে কৃষি ও এর সাপ্লাই চেইনের অগ্রগতির উপর নির্ভর করেছে। তবে নির্মাণ খাত এখনো পর্যন্ত প্রবৃদ্ধির ক্ষেত্রে স্থবির অবস্থানে রয়েছে।