অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান

Posted on June 15, 2025

বিনোদন ডেস্ক : ২০২১-২২ অর্থবছরে প্রযোজক হিসেবে ‘মায়া’ নামের সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। অনুদানের প্রথম কিস্তির চেক (১৯ লাখ ৫০ হাজার টাকা) ২০২২ সালের ২১ আগস্ট গ্রহণ করেন এই তারকা। এরপর দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন এই নায়ক। অবশেষে অনুদানের টাকা ফিরিয়ে দিলেন শাকিব খান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘শাকিব খান অনুদানের টাকা ফেরত দিয়েছেন। তাঁর নামে কোনো অভিযোগ ছিল না। তিনি নিজ থেকেই টাকা ফেরত দিয়েছেন।’

তিনি বলেন, অনুদান পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ সম্পন্ন করার নিয়ম রয়েছে। যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। কিন্তু সময় পেরিয়ে গেলেও শাকিব সিনেমার কাজ শুরু করেননি আবার সময় বাড়ানোর জন্য কোনো আবেদনও করেননি।

এমন অনেক প্রযোজক আছেন, যাঁরা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ করেননি সিনেমার কাজ। তাঁদেরকে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন বলে জানান মাহবুবা ফারজানা।

তিনি আরো বলেন, ‘পুরোনো অনেকেই আছেন যাঁরা সময় পেরিয়ে গেলেও সিনেমা নির্মাণ করতে পারেননি। তাঁদের আমরা চিঠি পাঠিয়েছি। ইতোমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন। যাঁরা ফেরত দেননি, তৃতীয়বার চিঠি পাঠানোর পর আমরা আইনি ব্যবস্থা নেব।’

মায়া সিনমোটি পরিচালনা করার কথা ছিল হিমেল আশরাফের। ২০২২ সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলন করলেও এরপর এই সিনেমা নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি।