ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহের হালু্য়াঘাটে জাম পারার সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে কামাল হোসেন ঢালী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দুপুর ১টার দিকে হালু্য়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের উত্তর ঘোষবেড় ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ঢালী উত্তর ঘোষবেড় ঢালীপাড়া এলাকার চাঁন্দে আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজবাড়ির পাশে একটি জাম গাছ থেকে জাম পারতে ওঠেন ঢালী। এ সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে জয়রামকুড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হালু্য়াঘাট থানার ওসি হাফিজুর রহমান হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


