![]() |

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি জন্মসূত্রে পাকিস্তানি। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে এদেশে চলে এসেছেন। ভারতে এসে আবারও নতুন করে সব গড়ে তুলেছেন আদনান। এখন তিনি পুরোপুরি ভারতীয়। কেন পাকিস্তান ছেড়েছিলেন। আদনানের এই সিদ্ধান্তের পিছনে ছিল পাকিস্তানের প্রতি তিক্ততা থেকে। এবার সেরকম এক তিক্ততার কথা জানালেন সংগীতশিল্পী।
একাধিকবার সংবাদমাধ্যমে পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আদনান সামি। জনপ্রিয় শো ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানান, ২০২৪ সালের অক্টোবরে যখন তাঁর মা প্রয়াত হন, তখন তিনি পাকিস্তানে গিয়ে শেষকৃত্যে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। আদনান বলেন, ‘ভারত সরকার তাৎক্ষণিকভাবে তাঁর পরিস্থিতি বুঝতে পেরে তাঁকে সেদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল। কিন্তু তিনি পাকিস্তানে ভিসার জন্য আবেদন করলে সেখান থেকে তার ভিসা প্রত্যাখ্যান করা হয়।’
আদনান বলেন, ‘আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, কিন্তু ওরা সেটা প্রত্যাখ্যান করে দেয়। আমি বললাম, আমার মা মারা গিয়েছেন, কিন্তু তারপরও ওরা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপ ভিডিওতে মায়ের জানাযা দেখেছি।’সাক্ষাৎকারে আদনান আরও স্পষ্ট করে জানান, টাকার জন্য তিনি ভারতের নাগরিকত্ব নেননি। অনুরাগীদের ভালোবাসাই তাঁকে ভারতে থাকতে বাধ্য করেছে। এখানে এসে সবকিছুই তাঁকে নতুন করে গড়ে তুলতে হয়েছে। তিনি বলেন যে একজন শিল্পীর ভালোবাসা প্রয়োজন এবং এই ভালোবাসার কারণেই তিনি ভারতে এসেছিলেন। সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আমি ভারতীয় বলে মায়ের মৃত্যুতেও ভিসা দিল না পাকিস্তান: আদনান সামি https://corporatesangbad.com/512961/ |