January 15, 2026 - 2:25 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে ভিজিডি কার্ডে ৫ মাসের চাল পেতে আদায় ১১শ’ টাকা!

সিরাজগঞ্জে ভিজিডি কার্ডে ৫ মাসের চাল পেতে আদায় ১১শ’ টাকা!

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে ৫ মাসের চাল বিতরণের সময় জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ১,১০০ টাকা করে আদায় করেছেন ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা—এমন অভিযোগ করে ভুক্তভোগীরা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে আবেদন করেছেন।

সরকারের দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির আওতায় দুই বছরের মেয়াদে উপকারভোগীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল বিতরণ করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুরনো মেয়াদ শেষ হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন তালিকা না হওয়ায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চাল বিতরণ বন্ধ ছিল। পরবর্তীতে পুরনো কার্ডের মেয়াদ বাড়িয়ে একসঙ্গে ৫ মাসের চাল বরাদ্দ দেওয়া হলে, সেই চাল পেতে গিয়ে উপকারভোগীদের গুনতে হয় ১,১০০ টাকা করে।

দবিরগঞ্জ গ্রামের আদুরী খাতুন, রেজেদা খাতুন ও সাথী খাতুন অভিযোগে উল্লেখ করেন, “আমরা গরিব মানুষ। ইউপি সদস্য মোক্তার হোসেন চাল দিতে বললে ১,১০০ টাকা করে দাবি করেন। বাধ্য হয়ে আমরা টাকা দিয়ে চাল নিয়েছি।”

চৈত্রহাটি গ্রামের মানিয়া খাতুন বলেন, “আমাদের ওয়ার্ডের সদস্য আকবর আলী হলেও টাকা নিয়েছেন নায়েব আলী মেম্বার। ধার করে টাকা এনে চাল নিয়েছি।”

উনুখা গ্রামের হালিমা খাতুন জানান, “১৯ মে চাল নিতে গেলে বিকেলে আমার স্বামীর কাছ থেকে ১,১০০ টাকা নেন আকবর আলী মেম্বার। পরে বুঝেছি এটা বেআইনি।”

অনেকেই অভিযোগ করেছেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ছাইদুল ইসলাম মোগলের নির্দেশেই টাকা তোলা হয়েছে। তারা তার অপসারণ দাবি করেছেন।

তবে অভিযুক্ত ইউপি সদস্য আকবর আলী বলেন, “ভিজিডি চালের বিনিময়ে কারও কাছ থেকে কোনো টাকা নেইনি। এটি হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।”
প্যানেল চেয়ারম্যান নওজেশ আলী ওরফে নায়েব আলীও অভিযোগ অস্বীকার করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাইদুল ইসলাম মোগল বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। তদন্তে প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুই আসনে নির্বাচন

কর্পোরেট সংবাদ ডেস্ক: নির্বাচন কমিশনের গত ৪ সেপ্টেম্বরের গেজেটের সীমানা অনুযায়ী পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে আর কোনো...

এস্কয়ার নিটের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সিরাজগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম দখলে, কোটি টাকার সরকারি অবকাঠামো অচল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ২০১৮ সালে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম বর্তমানে দখলে চলে যাওয়ায় সেখানে কোনো খেলা বা ক্রীড়া কার্যক্রম হচ্ছে না।...

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৪ লাখেরও বেশি। ব্যাংকের প্রতি আস্থা ও...

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় প্রধান...

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ...

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা...

পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার...