![]() |

নিজস্ব প্রতিনিধি: হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে তোলা হলে বিচারক তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রবিবার (১ জুন) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। এর আগে সকাল সোয়া ৯টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মমতাজকে আদালতে আনা হয় তাকে।
আদালত সূত্রে জানা গেছে, নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়,গত ২২ মে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দলে চারজনকে গুলি করে হত্যা মামলায় ৪ দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় মমতাজকে ২ দিনের রিমান্ডে পাঠান। হত্যাসহ একাধিক মামলা রয়েছে জনপ্রিয় এই কন্ঠশিল্পীর বিরুদ্ধে।
গত ১২ মে ধানমন্ডির এক বাসা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। তখন কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।
উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতা গঠনের পর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। এরপর দলীয় মনোনয়ন পেয়ে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের ৩ ইউনিয়ন) ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে একতরফা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার টিকেট পেলেও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ বেগম।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ https://corporatesangbad.com/512782/ |