December 6, 2025 - 7:54 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

spot_img

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সোমবার (১৯ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।

প্রথম ম্যাচে ২৭ রানে জয় পায় সফরকারী বাংলাদেশ। তবে ম্যাচের ১৮তম ওভার পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে ছিল সংযুক্ত আরব আমিরাত। জয়ের সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। কিন্তু ডেথ ওভারে নিজেদের সামর্থ্য দেখাতে পারেনি আরব আমিরাত।

পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরির পর বোলাররা বাংলাদেশকে জয় এনে দেন। বিশেষভাবে পেসাররা সংযুক্ত আরব আমিরাতের ব্যাটারদের উপর আধিপত্য বিস্তার করেছেন। তিন পেসার তানজিম হাসান, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান মিলে ৭ উইকেট শিকার করেন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ম্যাচেই সেঞ্চুরির দেখা পান ওপেনার পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন তিনি। ৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে জায়গা করে নেন পারভেজ। তার সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ। তবে শেষদিকে ২০-৩০ রান কম হয়েছে টাইগারদের।

ডেথ ওভারে বাংলাদেশের আরও উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

প্রথম ম্যাচের পর লিটন বলেন, ‘অবশ্যই, এটা ভালো স্কোর ছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল এবং ইমন অসাধারণ ব্যাটিং করেছে। কিন্তু আমাদের আরও ভালোভাবে শেষ করতে হবে। শেষ তিন ওভারে আমরা খুব বেশি রান করতে পারিনি।’

পেসারদের প্রশংসা করতে ভুল করেননি লিটন। তিনি বলেন, ‘আমি আমার বোলারদের জানি, যে কোন সময় বোলাররা ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু একই সাথে, সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা সত্যিই ভালো খেলেছে। মাঝের ওভারে তারা যেভাবে ব্যাট করেছে সেই কৃতিত্ব তাদের। আমাদের বোলিংয়ের দিকেও মনোযোগ দিতে হবে। সবাই ভালো বল করেছে এবং মাথা ঠান্ডা রেখেছে, ভালো লেগেছে। মাঝে দু’দলই সমানভাবে ম্যাচে ছিল। কিন্তু সব বোলার যেভাবে বল করেছে, তা অসাধারণ ছিল।’

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুত করার লক্ষ্য বাংলাদেশের। এ মাসের শেষে পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগে দলের উন্নতি দেখতে চান লিটন। তিনি বলেন, ‘অবশ্যই, আমাদের প্রথম লক্ষ্য আরব আমিরাতের বিপক্ষে দু’টি ম্যাচেই জয়। পাশাপাশি একই সাথে আমরা সম্প্রতি যে জায়গাগুলো নিয়ে কাজ করছি সেখানে উন্নতি দেখতে চাই।’

মূলত পাওয়ার প্লেতে পাওয়ার-হিটিংয়ের উপর জোর দিয়েছিল বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে দলের আশা পূরণ করেছেন পারভেজ। কিন্ত দ্রুত কিছু উইকেট পতনে শেষ পাওয়ার প্লেতে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি টাইগাররা।

ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ৫৩ বলে সেঞ্চুরি করেন পারভেজ। তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পান তিনি।

প্রথম ম্যাচ জিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এখনও অপরাজিত আছে বাংলাদেশ। এখন পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে চার ম্যাচের সবগুলোতেই জিতেছে টাইগাররা।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাত দল : মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশার, ইথান ডি’সুজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, মুহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া, সাগির খান, সঞ্চিত শর্মা এবং সিমরঞ্জিত সিং।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...