December 5, 2025 - 10:35 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনভারতীয় সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন অভিনেতা ঋত্বিক!

ভারতীয় সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন অভিনেতা ঋত্বিক!

spot_img

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারতীয় সংবাদমাধ্যমকে সরাসরি সার্কাস বলে আখ্যায়িত করেন তিনি। তাদের সংবাদ পরিবেশনের ধরন দেখে যে অভিনেত্রী বিরক্ত, তা প্রকাশ করতে একটু দ্বিধাবোধ করেননি। অভিযোগ তোলেন যতসব ভুয়া ফুটেজ, ছবি দিয়ে তথ্যবিভ্রাট, অতিনাটকীয় শব্দগঠন ও সংবাদ কর্মীদের চিৎকার-চ্যাঁচ্যামেচির দিয়ে আতঙ্ক ছড়ানোর।

অধিকাংশ ক্ষেত্রে অন ক্যামেরায় কখনো অতি উত্তেজিত হয়ে বা চিৎকার করে, কখনো লাফিয়ে এমনকি দৌড়েও সংবাদ পরিবেশন করতে দেখা যায় ভারতীয় সংবাদকর্মীদের।

সম্প্রতি যুদ্ধ আবহে এমন নানা নজির দেখিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। আর তা নিয়ে রীতিমতো হাসাহাসি করছেন নেটিজেনরা। তারকাঅঙ্গনও একরকম বিরক্ত ভারতীয় মিডিয়ার এহেন কর্মকাণ্ডে।

আদতে ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে ভারতের নানা মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ উঠেছে। এমন উত্তপ্ত আবহের সুযোগ নিতে গিয়ে ইন্টারনেট থেকে নেওয়া কিছু ভুয়া ভিডিও ও ছবি নিয়ে সেদেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো পাকিস্তানে হামলার দৃশ্য বলে চালিয়ে দিচ্ছে। এর ফলে বিপাকেও পড়েছে সেই মেইনস্ট্রিম মিডিয়াগুলো। মূলত তা নিয়েই সোনাক্ষী সিনহা ভারতীয় সংবাদমাধ্যম নিয়ে এমন তোপ দাগেন।

এবার একই বিষয় নিয়ে মিডিয়ার ওপর তোপ দাগলেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী; রসিকতা ও সমালোচনা করতে করতে ভারতীয় গণমাধ্যমকে রীতিমতো ধুয়ে দিলেন অভিনেতা।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ঋত্বিক লেখেন, ‘আমাদের এখানে নিউজ চ্যানেল গুলো কি ভালো ফিকশান কন্টেন্ট বানাচ্ছে!’

নেটিজেনরাও তার মন্তব্য ঘরে অভিনেতার সঙ্গে তাল মেলান। এক নেটিজেন লিখেছেন, ‘প্রতিটি ছায়াছবির ভিএফএক্স, সঞ্চালকের অভিনয় এবং সাইরেনের আবহসংগীত মন কাড়ছে। আপামর জনগণকে বাংলা নিউজ ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘তাও ভিডিও গেম এর ফুটেজ দিয়ে।’

নেটিজেনদের এসব মন্তব্য বেশ উপভোগ করছিলেন ঋত্বিক। তাই তো সমালোচনা বা এই রসিকতা শুধু একটি পোস্টেই সীমাবদ্ধ রাখেননি অভিনেতা। যেমন এক নেটিজেনের মন্তব্য ছিল, ‘বিভিন্ন রকম ওয়ার স্ট্র্যাটেজি থাকে … বাটনটা মিউজিক ডিরেক্টরের হাতে থাকলেই ভালো না? যদিও শ্রোতা – দর্শকদের সমালোচনা করার পূর্ণ স্বাধীনতা আছে।’

উত্তরে ঋত্বিকের মন্তব্য, ‘মিউজিক ডিরেকশান আর ভিএফএক্স-এ ক্রিয়েটিভিটির অভাব থাকলেও সঞ্চালকের প্রাণঢালা অতি-অভিনয় মনে রাখবো অনেক দিন।’ আবার অভিনেতার এই মন্তব্যের উত্তরে এক নেটিজেন লেখেন, ‘এবং অতি চিৎকার…’ প্রত্যুত্তরে আরেক নেটিজেনের মন্তব্য, ‘আর কি স্বরক্ষেপন! মনে হচ্ছে না স্টুডিওতে, যেন খোলা মাঠে খবর শোনাচ্ছে, না চ্যাঁচালে কেউ শুনতে পাবে না।’

আরেক নেটিজেন লেখেন, ‘জল ঘোলা, মাছও প্রচুর, মিডিয়ার দোষ নেই।‘ সেখানেও উত্তর দেন ঋত্বিক। বলেন, ‘জল ঘোলা, প্রচুর মাছ, আর মিডিয়া চন্দনে চোবানো তুলসীপাতা।’

তবে মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ ঋত্বিকের জন্য নতুন নয়। এর আগে মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জনের ওপর তোপ দাগিয়েছিলেন অভিনেতা। সামাজিক মাধ্যমে তাকে ‘গাধা’ বলে মন্তব্য করেন। যদিও নেটিজেনরা অভিনেতার এই মন্তব্যের সঙ্গে একমত হন।

অপপ্রচারসহ স্বাভাবিকভাবে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করাটা ভারতীয় সংবাদমাধ্যমের কাছে নতুন কিছু নয়। বলতেই হয়, সেখানকার সংবাদ উপস্থাপনের পদ্ধতি যেন বিশ্বের অন্যান্য দেশের সংবাদমাধ্যমের তুলনায় অনেকটা বেশিই আলাদা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...