গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ২৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সুলতানপুর পূর্ব পাড়া গ্রামের মৃত মিয়ার আলীর ছেলে আনোয়ার মিয়া (৩৫), একই জেলার মিয়াব আলীর ছেলে মিলন মিয়া (৩০) এবং আমীর আলী (২৩)।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে,এম,এ মামুন খান চিশতী বলেন, গতকাল রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভার এর নিচ থেকে তাদেরকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়।


