কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের সম্মানিত হজ যাত্রীদের জন্য দ্রুত ও উত্তম সেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে একটি ‘হজ বুথ’ চালু করেছে। শনিবার (৩ মে, ২০২৫) ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুস সায়াদাত প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ বুথটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন হজ পরিচালক মো: লোকমান হোসেন, ব্যাংকের লজিস্টিক সাপোর্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন, শরীয়াহ সুপারভাইজরী সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন, উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল কবীর, দক্ষিণ খান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও হজ যাত্রীরা।
এ বছর সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে দশ হাজার হজ যাত্রী রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। ব্যাংকের পক্ষ হতে তাঁদের হজ উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


