![]() |

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে সরকারি রেলওয়ের সম্পত্তি জবর দখল করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে। রেলের প্রকৌশলী বিভাগের উপর এটা দেখার দায়িত্ব থাকলেও তারা ঘটনাস্থলে আসেনি। তাদের ম্যানেজ করে এই ভবন নির্মাণ করা হচ্ছে বলে এলাকার লোকজনের দাবি।
বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের হাইওয়ে সড়কের রেল লাইনের পাশে এ ভবন নির্মানের খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে চলে আসার পর আবারও কাজ শুরু করেছে নির্মান শ্রমিকরা। তবে ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
শনিবার (৩ মে) পৌরসভার দিঘিরপাড় রেল লাইনের পাশে সরকারী রেলওয়ে জমি দখল করে নির্মান কাজ শুরু করেছে জনৈক ইস্রাফিল। এর আগে সে রেল লাইন ঘেষে পিলার নির্মান করেছে। শনিবার (৩/৫/২০২৫) সে শ্রমিকদের দিয়ে কাজ করার সময় খবর পায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ খবর পেয়ে সেখানে জিআরপি পুলিশ কোন বৈধ কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ করে দেয়।
স্থানীয়রা জানায়, পুলিশ চলে যাওয়ার পর আবারও সেখানে কাজ করছে। ওই জায়গায় ইস্রাফিল ও তার পার্টনার ওসমান নামের দুইজন যৌথ ভাবে এ ভবন নির্মান করার কাজে লিপ্ত রয়েছে। এরা অবৈধ উপার্জনের টাকায় বেনাপোলসহ আশে পাশে একাধিক জায়গায় জমি ক্রয় করে বিল্ডিং নির্মান এর কাজ করে চলেছে।
এ বিষয়ে বেনাপোল জিআরপি পুলিশের এস আই শুধাংশ বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৈধ কোন কাগজপত্র না পেয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। তাদের বলে এসেছি রেলওয়ে কর্তৃপক্ষর সংশ্লিষ্ট বিভাগের সাথে আলাপ করে বৈধ কাগজ পত্র ছাড়া কোন কাজ করতে পারবেন না।
রেলওয়ের প্রকৌশলী বিভাগে (০১৭১১-৬৯২৮৬৪) একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি। ম্যাসেজ দিলেও জবাব দেননি।
বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, রেলওয়ের জমি দেখাশুনার দায়িত্বে রয়েছে প্রকৌশলী বিভাগ। এ বিষয়টি তাদের অবগতি করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| বেনাপোলে রেলের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ https://corporatesangbad.com/509976/ |