গ্লোবাল ইসলামী ব্যাংকের কোটচাঁদপুর উপশাখার উদ্বোধন

Posted on April 21, 2025

কর্পোরেট ডেস্ক: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে রোববার (২০ এপ্রিল) ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের কোটচাঁদপুর উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোঃ জামাল মোল্লা প্রধান অতিথি হিসেবে কোটচাঁদপুর উপশাখার উদ্বোধন করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সামি করিম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কোটচাঁদপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা ডলি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক প্রযুক্তি ও শরীয়াহভিত্তিক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্লোবাল ইসলামী ব্যাংক শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।