নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করেছে, ভবিষ্যতে যেন করতে না পারে সেটা পুলিশকে বলা হয়েছে, এক্ষেত্রে পুলিশের কোন ইন-অ্যাকটিভ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।
আওয়ামী লীগের মিছিলের বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে তিনি বলেন, দুজনকে এ্ররই মধ্যে আটক করা হয়েছে। ভবিষ্যতে যাতে মিছিল না করতে পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি তারা এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সদস্যরা বদলির পরও পূর্বের জায়গায় থাকছেন— এমন এক প্রশ্নে তিনি বলেন, বদলির পরও আগের জায়গায় রয়েছেন এমন নির্দিষ্ট (স্পেসেফিক) তথ্য পেলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বদলির ক্ষেত্রে সাধারণ পুলিশ সদস্যদের একই বিভাগে রাখা যায় কিনা সেটি ভাবছি। পরিবার থেকে দূরে থাকলে তাদের ছুটির সংখ্যা কমে যায়। তারা মাত্র ২০ দিন ছুটি পায়। অন্যান্য ছুটি পায় ২০ দিন, যা অনেকক্ষেত্রে আমরা দিতেও পারি না। এজন্য আমরা চেষ্টা করব নিচের পর্যায়ে একই বিভাগে দেওয়ার জন্য।
এছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের থাকা, খাওয়ার ব্যবস্থা কেমন সেটি পরিদর্শন করছি। থাকা-খাওয়া ঠিকমতো না হলে পুলিশ সদস্যদের দিয়ে কাজ করানো যাবে না।
এদিন বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানাগুলো পরিদর্শন করেন তিনি। এর আগেও রাজধানীসহ দেশের বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


