এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১.০৫ বিলিয়ন ডলার

Posted on April 16, 2025

অর্থ-বাণিজ্য ডেস্ক : চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১.০৫ বিলিয়ন (১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার) মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১২ হাজার ৮৩৮ কোটি টাকার বেশি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫৯ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯০ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার।

এপ্রিলের এই সময়কালে প্রতিদিন গড়ে ৮৭ দশমিক ৬৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন (৩২৯ কোটি ডলার)। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন এসেছে প্রায় ১০.৬১ কোটি ডলার বা ১ হাজার ২৯৫ কোটি টাকা করে।