![]() |

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে গোসলে নেমে পুকুরে ডুবে নাবিলা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাবিলা আক্তার কান্দাইল এলাকার মো. জাকির হোসেনের মেয়ে।
মাধবদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যায় নাবিলা আক্তার। সাঁতার না জানার কারণে কিছুক্ষণের মধ্যেই পুকুরের পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দেড়টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে এক ঘন্টার চেষ্টায় নাবিলার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মাধবদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান উদ্দিন বলেন, খবর পেয়ে আমার নেতৃত্বে লিডার রহুল আমিন ও ফায়ার ফাইটার মো. আনোয়ার হোসেন প্রায় এক ঘন্টার চেষ্টায় শিশু নাবিলাকে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পুকুরটি প্রায় ২০ ফুট গভীর ছিল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নরসিংদীতে গোসলে নেমে পুকুরে ডুবে শিশুর মৃত্যু https://corporatesangbad.com/508196/ |