পুলিশের দুই থানার নাম পরিবর্তন

Posted on April 8, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ পুলিশের দুটি থানার নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

নাম পরিবর্তন করা থানা দুটি হচ্ছে- টাঙ্গাইল জেলা পুলিশের আওতাধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’ এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের আওতাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।