স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে আবারও ক্রিকেটে ফিরছেন এই অলরাউন্ডার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে তার।
সোমবার (৭ এপ্রিল) সকাল নয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের নবম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে রুপগঞ্জ টাইগার্স। সবকিছু ঠিক থাকলে রূপগঞ্জের জার্সিতে মাঠে দেখা যেতে পারে নাসিরকে।
লিগে রেলিগেশন জোনে থাকা রুপগঞ্জ টাইগার্সের আট ম্যাচে তিন পয়েন্ট। রাউন্ড রবিন লিগের বাকি তিন ম্যাচের দুটিতে জিতলে রেলিগেশন সেভ হলেও হতে পারে। আর রেলিগেশন লিগ খেলতে হলে রূপগঞ্জের হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলা হবে নাসিরের।
নাসিরের সঙ্গে অবশ্য শুরুতে আবাহনী লিমিটেড যোগাযোগ করলেও শেষ পর্যন্ত রূপগঞ্জ টাইগার্সে যোগ দেন। তিনি বলেন ,‘আমি ম্যাচ খেলতে চাই। সে কারণে ছোট দলে যোগ দিয়েছি। টানা তিনটি ম্যাচ খেলতে পারলে এবং ভালো করা গেলে জাতীয় দলে খেলার সুযোগ তৈরি হবে।’
এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। আইসিসির নিয়ম হলো ৭০০ ডলার সমপরিমান মূল্যের কোনো উপহার পেলে সেটা দুর্নীতিদমন বিভাগের কর্মকর্তাদের জানাতে হবে। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন।
পরে তার বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ গঠন করে আইসিসির লিগ্যাল ও দুর্নীতিদমন বিভাগ। ২০২৩ সালে শুনানিতে ডাকা হলেও প্রথমে সাড়া দেননি নাসির। যদিও পরবর্তীতে সব অভিযোগ মেনে নেওয়ায় দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় ছয় মাস স্থগিত শাস্তি বহাল রেখে। আইসিসির শাস্তির মেয়াদ শেষ হয়েছে গতকাল ৬ এপ্রিল। ফলে আজ থেকে নাসিরের মাঠে নামতে আর কোনো বাধা নেই।