ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার নারীযাত্রী নিহত

Posted on April 4, 2025

ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহে বাসের ধাক্কায় ও চাপায় অটোরিকশার এক নারীযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এ দূর্ঘটনার পরপরই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তবে,তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস চুরখাই এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসি আরও বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন বাসটিকে আটকাতে পারলেও চালক পালিয়ে যান। লোকজন ক্ষুব্ধ হয়ে চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশ অবরোধ করেছে। এতে একপাশে যানজটের সৃষ্টি হয়েছে। তাদের মহাসড়ক থেকে সরিয়ে যানজট নিরসনের চেষ্টা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে গুরুতর অবস্থায় দুই শিশুকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে