![]() |

কর্পোরেট ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ও কসমেটিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড ‘বিউটি বুথ’ তাদের ক্রেতাদের ঈদকে রাঙিয়ে দিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি থেকে ঈদে স্কিনকেয়ার পণ্য কিনে আইফোন জেতার সুযোগ পেতে যাচ্ছে গ্রাহক। ১৫ মার্চ ২০২৫ইং-রোজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বিউটি বুথ র্যাফেল ড্র, যেখানে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারেন আইফোন ১৬ প্রো ম্যাক্স, এয়ার কন্ডিশনার, ডিজাইনার ব্যাগ, বিলাসবহুল পারফিউমসহ আরও অনেক পুরস্কার
এই বিশেষ র্যাফেল ড্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ক্রেতাদের বিউটি বুথ থেকে ১২০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলেই একটি র্যাফেল কুপন পাবেন। প্রতিটি অর্ডারের জন্য একটি করে কুপন প্রদান করা হবে, একাধিক অর্ডারে একাধিক কুপন পাবেন। গ্রাহকদের কুপন নম্বর বিউটি বুথের ডাটাবেজে সংরক্ষণ করা হবে এবং ঈদের পর লটারি পদ্ধতিতে বিজয়ী নির্বাচন করা হবে। সর্বমোট ৪৫ জন বিজয়ীদের নাম তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিউটি বুথ এর প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, “আমাদের গ্রাহকদের ঈদের আনন্দকে দিগুণ করতেই এমন আয়োজন। আমরা ২০২১ সাল থেকে গ্রাহকদের জন্য অথেনটিক স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ করে আসছি। অনলাইনের পাশাপাশি সম্মানিত গ্রাহকগণ সরাসরি আমাদের বিউটি বুথ এর রামপুরা আউটলেট থেকেও পণ্য কিনে র্যাফেল ড্র'তে অংশগ্রহণ করতে পারবেন।”
প্রসাধনী ব্র্যান্ড বিউটি বুথ গেল কয়েক বছরের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক আইটেম বিক্রিতে দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিষ্ঠানটি নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে কোরিয়ান কসমেটিক আইটেমের পাশাপাশি জাপান, তুরস্ক, থাইল্যান্ড ও মালয়েশিয়ানসহ বিভিন্ন বহুজাতিক নামকরা ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে।
তাই আর দেরি কেন? বিউটি বুথ ওয়েবসাইট (www.beautybooth.com.bd) বা তাদের রামপুরাস্থ উজ্জ্বল টাওয়ার, হাউজ নং ৩৬২, পূর্ব রামপুরা, ডি আই টি রোড, ঢাকা- ১২১৭ আউটলেট থেকে আজই পছন্দের পণ্য অর্ডার করুণ আর জিতে নিন দুর্দান্ত সব পুরস্কার!
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| অনলাইনে পণ্য কিনে আইফোন জেতার সুযোগ! https://corporatesangbad.com/505935/ |