ময়মনসিংহে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১

Posted on March 13, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ হালুয়াঘাট ও ধোবাউড়া ও ঝিনাইগাতী উপজেলা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল ভারতীয় চোরা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে ভারতীয় চিনি, জিরা, তেঁতুল ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় বিষয়টি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নকশী বিওপির সদস্যরা জামতলী এলাকায় অভিযান চালিয়ে ৫৯৫ কেজি ভারতীয় জিরা, ১টি পিকআপ, ১টি মোটর সাইকেলসহ একজন নয়াগাঁও এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে মোঃ ইয়াছিন আনোয়ার (৩২) কে আটক করে। একইদিন ভোরে বান্দরকাটা বিওপির সদস্যরা শিমুলকুচি এলাকা থেকে ৭৫০ কেজি ভারতীয় জিরা ও গাবরাখালী এলাকা থেকে ২৬০ কেজি ভারতীয় চিনি, তাওয়াকুচা বিওপির সদস্যরা খাড়ামোড়া এলাকা থেকে ৬৫ কেজি ভারতীয় তেঁতুল, সূর্যপুর বিওপির সদস্যরা কাজলের মোড় এলাকা থেকে ৩০০ কেজি ভারতীয় জিরা, ঘোষগাঁও বিওপির সদস্যরা আঠারোবাড়ী এলাকা থেকে ৯৫ কেজি ভারতীয় চিনি ও ৪৯২ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করেন। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য ৪৭ লক্ষ ৬৭ হাজার চল্লিশ টাকা বলে জানায় বিজিবি। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল রেখেই পালিয়ে যায়।

মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার আরো বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।