যশোরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে রওনক জাহানের যোগদান

Posted on March 10, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: প্রথমবারের মতো যশোরে নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন রওনক জাহান। আজ সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব ভার গ্রহণ করেন। পরে তিনি পুলিশ লাইন পরিদর্শন করেন। সেখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক খোঁজ খবর নেন। পরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে হাজির হন। এরপর তিনি যশোর জেলা পুলিশের উ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন।

উল্লেখ্য, রওনক জাহান এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন। সেখানথেকে তাকে যশোরে বদলি করা হয়।

অন্যদিকে, যশোরের সাবেক পুলিশ সুপার জিয়া উদ্দীনকে ঢাকা হেডকোয়াটার্সে সংযুক্ত করা হয়।