কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত এবং সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.এ.এম হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। দেশব্যাপী বিস্তৃত ৩৭৭টি এজেন্ট আউটলেটের প্রতিনিধিবৃন্দ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সায়াদাত বলেন, ব্যাংকের উপশাখা ও এজেন্ট আউটলেটের মধ্যে তেমন পার্থক্য নেই। এজেন্ট আউটলেটের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠী এখন সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। রেমিট্যান্স আহরণেও এজেন্টরা অনেক ভালো করছে।