স্পোর্টস ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। তাই গ্রুপ পর্বে তৃতীয় ও শেষ ম্যাচটি দু’দলের কাছে নিয়মরক্ষার। তারপরও গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে আজ মুখোমুখি হবে দু’দল। রোববার (২ মার্চ) দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়ংয়ের ১০৭ রান এবং টম লাথামের ১১৮ রানের কল্যাণে ৬০ রানে জয় পেয়েছিল কিউইরা।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। ম্যাচে রাচিন রবীন্দ্র ১১২ রানের দারুণ ইনিংস খেলেন।
নিউজিল্যান্ডের মত নিজেদের প্রথম দুই ম্যাচে সহজ জয় পায় ভারতও। ওপেনার শুভমান গিলের সেঞ্চুরিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করে টিম ইন্ডিয়া। গিল অপরাজিত ১০১ রান করেন।
পরের ম্যাচে বিরাট কোহলির দায়িত্বশীল সেঞ্চুরিতে স্বাগতিক পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। ১১১ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে ভারত-নিউজিল্যান্ড উভয় দলই। এ ব্যাপারে ভারতের উইকেটরক্ষক লোকেশ রাহুল বলেন, ‘এ ধরনের ম্যাচে কিছু বদলের চিন্তা-ভাবনা থাকে টিম ম্যানেজমেন্টের। যারা খেলেনি তাদের একটা সুযোগ দেওয়ার পরিকল্পনা থাকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে পরিবর্তন হবে কি না আমি সঠিকভাবে জানি না। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে ভাল ক্রিকেট খেলা।’
একাদশ যেমনই হোক নিউজিল্যান্ড জয়ের জন্যই মাঠে নামবে বলে জানিয়েছেন দলের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। তিনি বলেন, ‘একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। আমরা এটি নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের লক্ষ্য সেমিফাইনালের আগে নিজেদের আরও একবার ঝালিয়ে নেওয়া। পাশাপাশি জয়ের ধারায় থেকেই সেমিতে খেলতে নামতে চাই।’
এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৮ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। এরমধ্যে ভারতের জয় ৬০টি এবং নিউজিল্যান্ডের ৫০টি। ১ ম্যাচ টাই ও ৭টি পরিত্যক্ত হয়।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লে¬ন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।