![]() |
কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহিদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার চর-চান্দিয়া গ্রামে শহিদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নব-নির্মিত একটি বাড়ির চাবি হস্তান্তর করবেন ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।
এ উপলক্ষে চর-চান্দিয়ায় আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়াও, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আব্দুল আওয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে এবং এ আন্দোলনের চূড়ান্ত রূপ গণঅভ্যুত্থানে যারা নিহত (শহিদ) হন, সেসব শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে।
এসময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মাসুদকে পুলিশ প্রায় এক দশক আগে ২০১৬ সালে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ধরে নিয়ে যায়।
তিনি পুলিশের অত্যাচার-নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তবুও পুলিশ তাকে ছেড়ে দেয়নি। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। তাকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় ক্রসফায়ার দেয়া হয়।
বর্তমানে মাসুদের স্ত্রী নবম শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান https://corporatesangbad.com/501752/ |