বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্তুতিকালে পিয়াস মন্ডল (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, চাপাতি, ফোল্ডিং চাকু, হাসুয়া, লোহার রড, কাঠের বাটাম উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার পিয়াস মন্ডল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কাশিড়া পালপাড়া এলাকার মহির উদ্দীনের ছেলে।
আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রবিবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম- আদমদীঘি সড়কে দস্তগীরের ইট ভাটার সামনে কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, ধারালো চাপাতি, বার্মিজ টিপ চাকু, হাসুয়া, ৩টি লোহার রড, ৪টি কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে। পরে তার নামে একটি মামলা দায়ের করা হয়। ওসি আরও জানান, ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ ১৪টি মামলা রয়েছে।