কৃষক সমাবেশে সিংগাইর উপজেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা

Posted on January 17, 2025

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে 'কৃষক সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা আহবায়ক কমিটি ভেঙে কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলা কৃষকদলের প্রচার সম্পাদক আরিফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন - জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল, উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খাঁন রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়,কৃষক হাবিবুর রহমান ও আওলাদ হোসেন ।
সমাবেশের শুরুতে কেন্দ্রীয় কৃষকদল ঘোষিত প্রান্তিক কৃষকদের পক্ষে বেশ কিছু দাবীও তুলে ধরা হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী ঘোষার অভিযোগ তুলে সিংগাইর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি ভেঙে নতুন করে পূর্নাঙ্গ কমিটি গঠনের জোর দাবী জানান। দাবির প্রেক্ষিতে মনিরুল ইসলাম মোকা সভাপতি, জহিরুল ইসলাম জহির সাধারণ সম্পাদক ও মোনেম আহমেদ বিপ্লবকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- বিপ্লব দেওয়ান ও রাসেল শাহ্।

এ সময় জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও তালেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারেক মাহমুদ তারাসহ স্থানীয় বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, সমাবেশের পূর্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পন্য নিয়ে সমাবেশে জড়ো হয় এবং তাদের বিভিন্ন দাবীও তুলে ধরেন।