January 12, 2026 - 3:48 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতত্রিশালে মোটরসাইকেল-মোবাইল ছিনিয়ে নিয়ে যুবককে হত্যা; রহস্য উদ্ঘাটন

ত্রিশালে মোটরসাইকেল-মোবাইল ছিনিয়ে নিয়ে যুবককে হত্যা; রহস্য উদ্ঘাটন

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে ত্রিশালে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধারের ৯ দিন পর ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেইসাথে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. রকিবুল আক্তার।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- ত্রিশালের বৈলর গ্রামের মো. নাজমুল ইসলাম (৩০), জামালপুরের বকশিগঞ্জের বাট্টাজোড় গ্রামের আবুল কাশেম ওরফে সোনা মিয়া (৫৫) এবং একই এলাকার সূর্যনগর গ্রামের আব্দুল আজিজ ওরফে আনিছ (২৪)।

এর আগে গত ৩০ ডিসেম্বর সকালে ত্রিশাল উপজেলার বৈলর কামারপাড়া থেকে বৈলর বকশীপাড়াগামী সড়কের পাশের বাউন্ডারির ভেতর থেকে জুবায়েদ আহমেদ (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ। তিনি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামের বাসিন্দা সামাদ তালুকদারের ছেলে। নিহত জুবায়েদ আহমেদ মিরপুরের শিয়ালবাড়ী থেকে বাইক রাইডার হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, আসামি নাজমুলের বাড়ি ত্রিশালের বৈলরে। তিনি দীর্ঘ ৫-৬ বছর যাবত টঙ্গীতে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করত। গত ২৯ ডিসেম্বর বিকেলে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নিহত বাইক রাউডার জুবায়েদ আহমেদকে ময়মনসিংহ শহরে আসা-যাওয়ার কথা বলে ভাড়া করে। এরপর তারা বৈলরে পৌঁছার পর আসামি নাজমুল তার চাচাতো ভাইয়ের কাছ থেকে পাওনা টাকা নেওয়ার কথা বলে জুবায়েদকে নিয়ে ঘটনাস্থল এলাকায় যায়। সেখানে আসামি নাজমুল বাইক রাইডার জুবায়েদের গলায় থাকা চাদর দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে তার ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চলে যায়।

তিনি আরও জানান, ক্লু-লেস এই হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই আজহারুল ইসলাম ত্রিশাল থানায় হত্যা মামলা করলে ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে জুবায়েদের মোবাইল ও মোটরসাইকেল। গতকাল সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। সেখানে আসামিরা হত্যাকাণ্ডের বিবরণ উল্লেখ করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন।

প্রসঙ্গত, পিবিআইয়ের অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে এসপি রকিবুল আক্তারের সার্বিক সহযোগিতায় এই ক্লু-লেস হত্যা মামলাটি তদন্ত করেন উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

কর্পোরেট সংবা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী...

এসবিএসি ব্যাংকের সঙ্গে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের চুক্তি

কর্পোরেট ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যকার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত...

বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮)...

সূচকের বড় পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির...

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন শুধু আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব, উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির পণ্যই উৎপাদন করছে না; কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ...

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) ঢাকায়...

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন কলেবরে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান...

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সকল বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা...