April 29, 2025 - 12:16 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতত্রিশালে মোটরসাইকেল-মোবাইল ছিনিয়ে নিয়ে যুবককে হত্যা; রহস্য উদ্ঘাটন

ত্রিশালে মোটরসাইকেল-মোবাইল ছিনিয়ে নিয়ে যুবককে হত্যা; রহস্য উদ্ঘাটন

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে ত্রিশালে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধারের ৯ দিন পর ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেইসাথে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. রকিবুল আক্তার।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- ত্রিশালের বৈলর গ্রামের মো. নাজমুল ইসলাম (৩০), জামালপুরের বকশিগঞ্জের বাট্টাজোড় গ্রামের আবুল কাশেম ওরফে সোনা মিয়া (৫৫) এবং একই এলাকার সূর্যনগর গ্রামের আব্দুল আজিজ ওরফে আনিছ (২৪)।

এর আগে গত ৩০ ডিসেম্বর সকালে ত্রিশাল উপজেলার বৈলর কামারপাড়া থেকে বৈলর বকশীপাড়াগামী সড়কের পাশের বাউন্ডারির ভেতর থেকে জুবায়েদ আহমেদ (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ। তিনি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামের বাসিন্দা সামাদ তালুকদারের ছেলে। নিহত জুবায়েদ আহমেদ মিরপুরের শিয়ালবাড়ী থেকে বাইক রাইডার হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, আসামি নাজমুলের বাড়ি ত্রিশালের বৈলরে। তিনি দীর্ঘ ৫-৬ বছর যাবত টঙ্গীতে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করত। গত ২৯ ডিসেম্বর বিকেলে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নিহত বাইক রাউডার জুবায়েদ আহমেদকে ময়মনসিংহ শহরে আসা-যাওয়ার কথা বলে ভাড়া করে। এরপর তারা বৈলরে পৌঁছার পর আসামি নাজমুল তার চাচাতো ভাইয়ের কাছ থেকে পাওনা টাকা নেওয়ার কথা বলে জুবায়েদকে নিয়ে ঘটনাস্থল এলাকায় যায়। সেখানে আসামি নাজমুল বাইক রাইডার জুবায়েদের গলায় থাকা চাদর দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে তার ব্যবহৃত মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চলে যায়।

তিনি আরও জানান, ক্লু-লেস এই হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই আজহারুল ইসলাম ত্রিশাল থানায় হত্যা মামলা করলে ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে জুবায়েদের মোবাইল ও মোটরসাইকেল। গতকাল সংশ্লিষ্ট মামলায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে। সেখানে আসামিরা হত্যাকাণ্ডের বিবরণ উল্লেখ করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন।

প্রসঙ্গত, পিবিআইয়ের অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে এসপি রকিবুল আক্তারের সার্বিক সহযোগিতায় এই ক্লু-লেস হত্যা মামলাটি তদন্ত করেন উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা জাপানের

কর্পোরেট সংবাদ ডেস্ক : কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩ দশমিক ৫ মিলিয়ন...

বাংলাদেশে ব্যবসার লাইসেন্স পেলো ইলন মাস্কের স্টারলিংক

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের এনজিএসও সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) এই লাইসেন্স অনুমোদন করেন তিনি।...

হজযাত্রীদের সেবায় অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম...

হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...

মেঘনা ব্যাংকের ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে ১৮৮তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সম্মানিত চেয়ারপার্সন উজমা চৌধুরী সভাপতিত্ব করেন। পর্ষদ...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার (২৮ এপ্রিল) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি...