ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা লেগে নিচে পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো এক আরোহীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ দূর্ঘটনায় নিহত আল-আকসা (৩৫) নামের যুবক ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার লিয়াকত আলীর ছেলে। নিহত অপর যুবকের নাম পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আহত যুবকের নাম ফাহাদ মাহমুদ ফারাবী (৩২)। তিনি ময়মনসিংহের সানকিপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল। ভোরে ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে আসা তিন আরোহীসহ মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে ছিটকে নিচে চলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দু'জনকে মৃত অবস্থায় ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তারা আরো জানান, নিহতদের ব্যাগে প্রায় ২৫ বোতল ভারতীয় চোরাই মদ ছিল। বোতলগুলো দুর্ঘটনায় ভেঙে গেলেও ১টি বোতল অক্ষত ছিল। তারা মাদক ব্যবসায় জড়িত থাকতে পারে। ভোরের আলো ফোটার আগেই মদের চালান নিয়ে ময়মনসিংহ শহরে যাওয়ার উদ্দেশেই দ্রুত মোটরসাইকেল চালাচ্ছিল।
হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহত অন্য এক যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হালুয়াঘাটে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ https://corporatesangbad.com/498845/ |