December 6, 2025 - 3:42 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতচট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি ভাঙারির দোকানে, আটক ১

চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি ভাঙারির দোকানে, আটক ১

spot_img

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি : অবশেষে চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে গায়েব হয়ে যাওয়া ১,৯১১টি মামলার গুরুত্বপূর্ণ নথি (কেস ডকেট) পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চট্টগ্রামের কোতোয়ালি এলাকার একটি ভাঙারির দোকানের গোডাউন থেকে এই নথিগুলো উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নথি সংরক্ষণের জায়গার অভাবের কারণে আদালতের কোনো কর্মচারী এগুলো ভাঙারির দোকানে বিক্রি করেছেন।

গত ৫ জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় রাখা প্রায় দুই বছর ধরে সংরক্ষিত ১,৯১১টি কেস ডকেট চুরি হয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার নথি হারিয়েছে। এই নথিগুলো চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের এখতিয়ারাধীন অন্তত ৩০টি আদালতের বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।

সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া জানান, আদালতের পিপি কার্যালয়ে নথি রাখার জায়গার সংকট দীর্ঘদিন ধরে চলছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে বারান্দায় প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় নথিগুলো রাখা হয়। আদালতের অবকাশকালীন ছুটির মধ্যে, ১৩ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়।

আইনজীবীরা বলছেন, এসব নথি বিচারিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারানো নথিগুলো পুনরুদ্ধার না হলে সংশ্লিষ্ট মামলাগুলোর কার্যক্রম বিলম্বিত হতে পারে এবং বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, পিপি কার্যালয়ের সামনে রাখা নথি চুরির বিষয়ে তদন্ত চলছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানায়, চুরি হওয়া ৯ বস্তা নথি ভাঙারির দোকানে উদ্ধার হয়েছে। দোকান মালিক ও অন্যান্য সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এই ঘটনা বাংলাদেশের বিচার ব্যবস্থায় নথি সংরক্ষণ ও নিরাপত্তার দুর্বলতার দিকটি স্পষ্ট করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নথি সংরক্ষণ প্রক্রিয়া আধুনিকায়ন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...