মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার আওতাধীনে বেনাপোল বাজারে এবং চেকপোস্ট এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি হাইমাস লাইটপোস্ট স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইটপোস্ট দুটি উদ্বোধন করা হয়। বেনাপোল পৌরসভার অর্থায়নে লাইটপোস্ট দুটি স্থাপন করা হয়েছে। লাইটপোস্ট দুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার টাকা। ৬০ ফুট উচ্চতায় ৩০০ ওয়াটের একেকটিতে ৬টি করে মোট ১২ টি এলইডি বাল্ব লাগানো হয়েছে।
বেনাপোল পৌর প্রশাসক এবং শার্শা থানা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান লাইট দুটি উদ্বোধন করে বলেন, বেনাপোল শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে এবং আলোর স্বল্পতা দূরীকরণে শহরের দুই প্রান্তে লাইট দুটি স্থাপন করা হয়েছে। যা ৩০০ মিটার এলাকা আলোয় আলোকিত হবে। এটি প্রতিদিন মোবাইলের মাধ্যমে রিমোট কন্ট্রোলে সন্ধ্যায় অন করে ভোরে অফ করা হবে। পৌরসভার তত্বাবধানে পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মফিজুর রহমানসহ ভারপ্রাপ্ত কাউন্সিলরগণ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বেনাপোলে পৌরসভার উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি হাইমাস লাইটপোস্ট স্থাপন https://corporatesangbad.com/498785/ |