নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তরা গ্রামের তুহিন চৌধুরীর ছেলে সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির ৩নং যুগ্ম আহ্বায়ক তীর্থ চৌধুরী (২২) ও বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের ৫ নং যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহমেদ (২০)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, আটককৃতরা ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে অনুপ্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক সজল আহৃেদ জয় জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী দুই নেতা ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এতে সাধারণ শিক্ষার্থীরা তাদের গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীনুর রশিদ জানান, আমি একজন শিক্ষকের অনুপস্থিতি তার ক্লাশে নিচ্ছিলাম। এরমধ্যে হট্টগোলের আওয়াজ পেয়ে ছুটে আসি। একে একে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত হন। তখন তারা অভিযোগ করেন, ছাত্রদলের নাম ভাঙিয়ে কলেজে নাকি বিশৃঙ্খলার চেষ্টা করে ছাত্রলীগের দুই নেতা। এঘটনায় পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান, ছাত্রলীগের দুই নেতা কলেজে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে তাদের আটক করে আমাকে জানালে দ্রুত ফোর্স পাঠিয়ে ছাত্রলীগের দুই নেতাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বতর্মানে তারা থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।