শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কনকেন শীতে দুস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আয়াজনে সদর উপজেলার বৈকারী দক্ষিণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মোট ৩০০ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নর অধিনায়ক লে: কর্নেল মো. আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীত বস্ত্র বিতরন করেন।
এ সময় সেখান আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মাহমুদউল্লাহ হাসান, সহকারী পরিচালক মাসুদ রানা প্রমুখ।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে: কর্ণেন মো. আশরাফুল হক জানান, সীমান্তের অতদ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যে কোনা দূর্যোগ মোকাবেলায় সব সময় অসহায় ও বিপদাপন্ন জনোগাষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীত কষ্ট পাচ্ছে অসহায় মানুষগুলা। আর এজন্য সারাদেশপ অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবি’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।