ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাটে ভারত থেকে চোরাইপথে আসা অন্তত ২২ লাখ টাকা মূল্যের ১৮ শত ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধীন হালুয়াঘাটের সূর্যপুর (বিওপি) ক্যাম্প।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার।
তিনি বলেন, সোমবার মধ্যরাতে সূর্যপুর বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অন্তত ২২ লাখ টাকা মূল্যের ১৮ শত ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ করে।এই বিপুল পরিমাণ ভারতীয় জিরা বিক্রির জন্য চোরাই পথে দেশে নিয়ে আসে চোরাকারবারিরা। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জিরা রেখেই পালিয়ে যায়। সীমান্তে অবৈধ পাচারকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত বলে জানায় তিনি।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধীন হালুয়াঘাট তেলিখালী (বিওপি) ক্যাম্পের সদস্যরা চোরাইপথে আসা অন্তত ৩৩ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করে।