December 16, 2025 - 4:09 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনগান নিয়ে ব্যস্ত সময় কাটছে সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসানের

গান নিয়ে ব্যস্ত সময় কাটছে সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসানের

spot_img

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলা আধুনিক গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান। স্টেজশো, টিভি অনুষ্ঠান ও নতুন গান নিয়ে কাটছে তার সময়। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এই শিল্পী বলেন, এখন স্টেজশো’র পাশাপাশি মিউজিক ভিডিও নিয়ে বেশি ব্যস্ত। ইতোমধ্যে দু’টি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ের কাজ শেষ হয়েছে।

গত ২৬ ডিসেম্বর আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘দোতারা বাজায়’ শিরোনামে একটা মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। আরেকটি গানের মিউজিক ভিডিও নতুন বছরের জানুয়ারির শেষের দিকে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘সং হাব’ (Song hub) এ মুক্তি পাবে বলে আশা করেন ত্রিনিয়া।

নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পী ত্রিনিয়া জানান সাম্প্রতি দেশে বেশ কিছু অনুষ্ঠানের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, যেগুলো জানুয়ারি-ফেব্রুয়ারি দিকে প্রচার হবে। এর মধ্যে অন্যতম অনুষ্ঠান হচ্ছে আরটিভির ‘এই রাত তোমার আমার’।

এছাড়াও দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘তুমি যেখানে আমি সেখানে’ ছায়াছবির প্লেব্যাক গায়িকা হিসেবে তার গান রেকর্ড করা হয়েছে। আরো কয়েকটি ছায়াছবির গান তার হাতে আছে, যা আগামী বছর ২০২৫ সালে দর্শকদের সামনে আস্তে আস্তে আসবে বলে জানান ত্রিনিয়া। তিনি প্রচুর বিজ্ঞাপন এবং নাটকের অফার পেয়েছেন, কিন্তু তিনি আপাতত গান ছাড়া অন্য কোন শিল্পাঙ্গনে কাজ করার পরিকল্পনা করছেন না।

ত্রিনিয়া উত্তর আমেরিকা এবং বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল এবং ব্যস্ততম নারী গায়িকা। সঙ্গীত জগতে অল্প বয়স থেকেই ক্যারিয়ার শুরু করেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

২০২১ সালে তার ‘অপেক্ষা’ শিরোনামের প্রথম একক অ্যালবাম এবং ২০২২ সালে দ্বিতীয় একক অ্যালবাম ‘পিরিতের মায়া’ প্রকাশ করেন। ২০২৪ সালে তার তৃতীয় একক ‘ধূপ ছায়া’ এবং চতুর্থ একক ‘মন পাখি’ প্রকাশিত হয়। একজন প্রতিশ্রুতিশীল গায়িকা হিসেবে ত্রিনিয়ার গানের শৈলী জনসাধারণের মনোযোগ আকর্ষণ করে এবং তাকে আরও বেশি সাড়া ও স্বীকৃতি এনে দেয়।

শিল্পী ত্রিনিয়া হাসান বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। তাদের পরিবারের প্রায় সবাই গায় গেয়ে থাকেন এবং গানের প্রতি তাদের রয়েছে অনুরাগ।

ত্রিনিয়ার সঙ্গীতে হাত ও গলায়খড়ি তার বাবা জিয়াউল হাসানের কাছ থেকে। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের একজন সঙ্গীত পরিচালক। তার পিতা বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য সঙ্গীত শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরবর্তীতে তিনি বিখ্যাত গায়ক ও সুরকার অনুপ ভট্টাচার্যের কাছ থেকে গান শেখার সুযোগ পান। বর্তমানে তিনি একটি ভারতীয় প্রতিষ্ঠাং’ইন্দুবালা মিউজিক একাডেমি’ থেকে গান শিখছেন। কারণ ত্রিনিয়া বিশ্বাস করেন যে সঙ্গীত বিশাল এবং তার এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে।

ত্রিনিয়া বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল বিজনেস নিয়ে পড়াশোনা করছেন।

তিনি ২০২১ সালে উত্তর আমেরিকার সেরা গায়ক হিসাবে ঢালিউড পুরস্কার পেয়েছেন। এছাড়াও সেরা গায়ক হিসাবে এনআরবি পুরস্কার এনওয়াই ২০২২ টেক্সাস, ওকলাহোমা এবং মিশিগান ইত্যাদি থেকে অন্যান্য পুরস্কার পেয়েছেন ত্রিনিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আজ

কপোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।...

আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে...

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...