চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

Posted on December 28, 2024

বিনোদন ডেস্ক : বর্তমান রাজনৈতিক ও সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনারসহ নির্বাচনে অংশ নেয়া দুই প্যানেলের প্রার্থীরা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব প্রার্থী ও নির্বাচন কমিশনার মিলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) বলা হয় চলচ্চিত্রের আঁতুর ঘর। চলচ্চিত্র সংশ্লিষ্ট যেকোনো বিষয়ই বিএফডিসিতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে করা হয়। এ জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক মেয়াদের এই নির্বাচন বিএফডিসির বাইরে করতে পরিচালকরা সম্মতি নন। এ অবস্থায় পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে বিএফডিসি প্রাঙ্গণেই নির্বাচন করতে চান পরিচালকরা।

এদিকে এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। এরমধ্যে একটির সভাপতি পদে রয়েছেন শাহীন সুমন ও মহাসচিব পদে শাহীন কবির টুটুল এবং অপর প্যানেলে রয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফিউদ্দীন সাফি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু।

জানা গেছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পর এফডিসি কর্তৃপক্ষ থেকে নির্বাচনের প্রার্থীদের জানানো হয়, ২৮ ডিসেম্বর নির্বাচন করতে পারবে না তারা। এই খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই এফডিসিতে জড়ো হতে থাকে পরিচালকরা। সকাল থেকেই এফডিসির ডিজির সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন তারা। একপর্যায়ে পরিচালকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে তারা জানতে পারেন নির্বাচনের বিষয়ে কোথাও থেকে কোনো নিষেধাজ্ঞা আসেনি। পরবর্তীতে সন্ধ্যার পর ফের নির্বাচন ঘিরেই অনিশ্চয়তা দেখা দেয়।

একটি প্যানেলের সভাপতি প্রার্থী শাহীন সুমন রাতে বলেছিলেন, নির্বাচন সাধারণত দুই বছর পরপর হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্মাতারা উৎসবমুখর পরিবেশে মিলিত হন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নির্বাচনের আগে আমাদের নিয়ে অমূলক বিভিন্ন কথা ছড়ানো হয়েছে যেগুলোর কোনো ভিত্তি নেই। তবে নির্বাচন ঘিরে আজকে ছোট্ট একটা বৈরিতা তৈরি হয়েছিল। এফডিসির কর্মকর্তারা এফডিসিতে নির্বাচনে বাধা সৃষ্টি করেছে। গঠনতন্ত্র অনুযায়ী শনিবার নির্বাচন হবে।

অপর প্যানেলের সভাপতি প্রার্থী মুশফিকুর রহমান গুলজার বলেন, পরিচালক সমিতির নির্বাচনের মতো এফডিসিতে কোনো সংগঠনের নির্বাচন এতটা সৌহার্দ্যপূর্ণ হয় না। আজ প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে আমরা দুই প্যানেলের প্রার্থীরা বসেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে শেষ হোক।