মানিকগঞ্জে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ৩ যুবক আটক

Posted on November 30, 2024

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিন যুবক।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে জেলা পুলিশ লাইনে মৌখিক পরীক্ষা চলাকালীন সময় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা ছিল। সেই মৌখিক পরীক্ষার প্রকৃত তিনজন পরীক্ষার্থীর পরিবর্তে অন্য তিনজন যুবক পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় তাদের সন্দেহ হলে আটক করা হয়। পরে টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেন তারা।

প্রেফতারকৃতরা হলো-মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামের মো. শামীম খান, মো. ইসমাইল খান ও মো. নাজমুল হোসেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ জানান, এ বিষয়ে একজন উপ-পরিদর্শক বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আর গ্রেফতারকৃত তিনজন আসামিকে আজ (শনিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।