মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের মণিহার সিনেমা হল এখন থেকে সিনেপ্লেক্স। ডিজিটাল যুগে আরও একধাপ এগিয়ে গেলো ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি। দক্ষিণ এশিয়ার মধ্যে মণিহার প্রেক্ষাগৃহ ছিল দ্বিতীয়তম। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সিনেমাপ্রেমীদের জন্য দেশের বৃহৎ সিনেমা হল মণিহার আনলো নতুনত্ব। শুক্রবার১৫ নভেম্বর সকাল সোয়া দশটায় সিনে কমপ্লেক্সের দ্বিতীয়তলায় ফিতা কেটে সিনেপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন এস ইসলাম অ্যান্ড সন্স এর পরিচালক নেহাল নাদির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু, ব্যাবস্থাপক ফারুক হোসেন ও তোফাজ্জেল হোসেন।
মনিহার সিনেপ্লেক্সের উদ্বোধনটি যশোরের সিনেমা অঙ্গনে এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে দর্শকরা শুধু সিনেমা নয়, বরং এক ভিন্ন ধরনের বিনোদনের অভিজ্ঞতা পাবেন। সিনেমার প্রতি যশোরবাসীর আগ্রহ ও ভালোবাসা এক নতুন মাত্রায় বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
প্রথম দিনে সকাল সাড়ে দশটায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনিত ছবি ‘দরদ’। ৬৬ আসন বিশিষ্ট আধুনিক সর্বশেষ প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমে এ সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করছেন দর্শকরা।
যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪শ’ ৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মণিহার প্রেক্ষাগৃহ। এবার তাতে লাগলো নতুনত্বের ছোঁয়া।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিনেপ্লেক্সের যুগে পা রাখলো মনিহার সিনেমা হল https://corporatesangbad.com/492325/ |