December 25, 2024 - 2:14 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতশেরপুরে আ.লীগের ৭৪ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

শেরপুরে আ.লীগের ৭৪ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

spot_img

বগুড়া প্রতিনিধি: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী গোলাম মো: সিরাজ এর নির্বাচনী প্রচারনা বহরে সশস্ত্র হামলা, গাড়ী ভাংচুর ও মারপিট করে নেতাকর্মীদের আহত করার অভিযোগে আ.লীগের সাবেক এমপি হাবিরর রহমানের ছেলে ও ব্যক্তিগত সহকারি (পিএস) সহ ৭৪ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে কুসুম্বি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে কুসুম্বি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও ক্ষিকিন্দা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জামিল উদ্দিন (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় আসিফ ইকবাল সানি (৪৮), শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক (৫০), সাবেক পৌর কাউন্সিলর শুভ ইমরান (৩০), সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক পৌর প্যানেল মেয়র নাজমুল আলম খোকন (৪৫), পিএস কোরবান আলী মিলন (৪২), উলিপুর এলাকার আকবর হোসেনের ছেলে আব্দুল কাদের ওরফে ডিসি বাবলু (৫৫), দুবলাগাড়ীর আব্দুল কাইয়ুমের ছেলে আল আমিন (৩২), হাসপাতাল রোড এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জুয়েল রানা (৩০), টাউন কলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে কারিমুল ইসলাম (৩৮), মহিপুর কলোনি এলাকার নুরুল ইসলামের ছেলে শিপন সরকার (৩২) সহ ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বগুড়া-৫ শেরপুর-ধুনট এর মনোনীত প্রার্থী গোলাম মো: সিরাজ নির্বাচনীয় প্রচারনার জন্য ৫-৬টি মাইক্রো জীপ গাড়ি ও ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা প্রচারনায় বের হন। নির্বাচনী বহরটি কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা নামকস্থানে পৌছলে পূর্ব পরিকল্পিত ভাবে উল্লেখিত আসামিরা আগ্নেয়াস্ত্র, হকিষ্টক, লোহার রড, লাঠি নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর সহ নেতাকর্মীদের আহত করে। পরে ভাঙচুর করা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা বেশকয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে দেন।

কুসুম্বি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ মুঠোফনে বলেন, আওয়ামীলীগের সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে থানায় পাহারা বসিয়েছিল যার ফলে মামলা করতে পারিনি। কিন্তু ০৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতন ঘটলে ন্যায় বিচার পাওয়ার পথ সুগম হওয়ায় মামলাটি দায়ের করি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার কথা স্বীকার করে বলেন, মামলা হওয়ার পরপরই জামিল উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ১৩ বান্ডেল জাল ডলার ও টাকা জব্দ, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বিপুল পরিমাণ জাল ডলার ও টাকা জব্দ করেছে যৌথবাহিনী। অভিযানে কবির উদ্দিন (৫১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়। এসময়...

আজ সিলেট মাতাবেন জেমস-আসিফ

বিনোদন ডেস্ক : সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকায় বিপিএল ভেন্যু শের-ই বাংলা স্টেডিয়ামকে সুরের মূর্ছনায় ভাসিয়েছেন পাকিস্তানের বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান।...

ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয় জাহাজের ৭ জনকে: র‍্যাব

কর্পোরেট সংবাদ ডেস্ক : চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সারবহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে...

চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর অবশেষে আগামী বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। টুর্নামেন্টের দশটি ম্যাচ হবে পাকিস্তানে। আর বাকি ম্যাচগুলো হবে...

ত্রিভুজ প্রেমে দুইজনের আত্মহত্যা, আরেক প্রেমিক আত্মগোপনে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সংগীত শিল্পীর ত্রিভুজ প্রেমের জের ধরে প্রেমিক-প্রেমিকার একইদিনে আত্মহত্যার ঘটনা ঘটেছে। অপরদিকে আরেক প্রেমিক ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে গেছেন...

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ-নারী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর ভারত সরকারের দেয়া বিশেষ...

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৫...

জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে ৭ জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান...