November 16, 2024 - 7:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনসড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

spot_img

বিনোদন ডেস্ক : ঢাকা থেকে বরগুনা জেলার আমতলী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এসময় রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস এর ইন্সপেক্টর ওহিদুজ্জামান জানান, শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক কিশোরগঞ্জের ওমর ফারুকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। চিত্রনায়ক রুবেলের শারীরিক অবস্থা প্রসঙ্গে মেডিকেল অফিসার বলেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তবে এখন তিনি শঙ্কামুক্ত।

এদিকে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আজ অল্পের জন্য বেঁচে গেছি। বরগুনা আমতলীতে কারাতে একটি একাডেমির আয়োজনে আজ আমার অংশ নেওয়ার কথা। তাই সকালে আমরা মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পায়, সামনে থেকে দ্রুত গতিতে আরেকটি বাস আসছে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি রাস্তার একপাশে নামিয়ে দেয়। সেসময় একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় গাড়ির একপাশ দুমড়েমুচড়ে গেছে। ভাগ্য ভালো হওয়ায় আল্লাহ এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে মাইক্রোবাসে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা একটু বেশি খারাপ। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরাও সেই হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়েছি। আমার খুব বেশি কিছু হয়নি। দুজনকে হাসপাতালে রেখে আমরা এখন বরগুনার আমতলীতে পথে আছি।

জানা যায়, বরগুনা জেলার আমতলীতে একটি কারাতে ক্লাবে যাওয়ার জন্য নায়ক রুবেল একটি মাইক্রোবাসে (হায়েস) ঢাকা থেকে সকালে রওনা হন। তাদের মাইক্রোবাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় আসলে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাড়ের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে নায়ক রুবেলসহ তার সাথে থাকা ৮ জন আহত হয়।

১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। তার প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। এরপর ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

হজের টাকা রিফান্ডের নামে প্রতারণা, সতর্ক থাকতে বললো ধর্ম মন্ত্রণালয়

কর্পোরেট সংবাদ ডেস্ক : হাজীদের রিফান্ডের টাকা ফেরতের বিষয়ে প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

ওয়ালটন ল্যাপটপের আয়োজনে জাবিতে মানসিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক ‘সামাজিক সচেতনতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। “লেট’স টক এবাউট মেন্টাল হেলথ” শীর্ষক এ সেমিনারের আয়োজন...

সিনেপ্লেক্সের যুগে পা রাখলো মনিহার সিনেমা হল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের মণিহার সিনেমা হল এখন থেকে সিনেপ্লেক্স। ডিজিটাল যুগে আরও একধাপ এগিয়ে গেলো ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি। দক্ষিণ এশিয়ার মধ্যে মণিহার...

বিপ্লবে বাচ্চারা জীবন দেয় আর পদ ভাগাভাগি করেন মুরব্বিরা: হাসনাত

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগিতে মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত...

শেরপুরে আ.লীগের ৭৪ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী গোলাম মো: সিরাজ এর নির্বাচনী প্রচারনা বহরে সশস্ত্র হামলা, গাড়ী ভাংচুর ও মারপিট করে...

ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো.জাহাঙ্গীরের স্ত্রী। শনিবার (১৬ নভেম্বর)...

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। চীনে দুর্বল চাহিদা ও যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তার কারণে আবারও কমেছে এই...

আইএফআইসি ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক একটি কর্মশালা...