আইএফআইসি ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Posted on November 16, 2024

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ‘আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়েল, ওয়াটার এবং এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. সানাউল ইসলাম।

শুরুতেই এস এম শাহরিয়ার জামান শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করে সকলকে স্বাগত জানান। প্রধান অতিথি এস এম হাসান রেজা দেশের অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী

উন্নয়নে আর্থিক সাক্ষরতার ভূমিকা নিয়ে তাঁর মতামত তুলে ধরেন। আইএফআইসি ব্যাংকের ফারিহা হায়দার শিক্ষার্থীদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ও ব্যাংকিং খাতে ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষভাগে অধ্যাপক মোঃ সানাউল ইসলামের সমাপনী বক্তব্যে তিনি আর্থিক সাক্ষরতা প্রসারে সক্রিয় ভূমিকার জন্য আইএফআইসি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । এই উদ্যোগটি সারা বাংলাদেশে আর্থিক ক্ষমতায়ন এবং আর্থিক সাক্ষরতা নিশ্চিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়, যা দেশের ভবিষ্যত প্রজন্মের সামগ্রিক উন্নয়নে ব্যাংকটির অব্যাহত প্রচেষ্টার অংশ।