December 17, 2025 - 5:20 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজানা অজানাবিহারের সাথে চিহ্নহীন বৌদ্ধ পল্লীও, বদলে গেছে গ্রামের নাম

বিহারের সাথে চিহ্নহীন বৌদ্ধ পল্লীও, বদলে গেছে গ্রামের নাম

spot_img

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা ইউনিয়নের দরগার পাড়া এলাকা হয়ে একটি উপসড়ক চলে গেছে পশ্চিম দিকে। এই উপসড়ক দিয়ে অনুমানিক আড়াই থেকে তিন কিলোমিটার ভেতরে জরাজীর্ণ এলাকার এক সময় নাম ছিল ক্যাংপাড়া। বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের বসবাস ঘিরে যেখানে এক সময় ঐতিহ্যবাহী বড় ক্যাং বা বৌদ্ধ বিহার ছিল।

কিন্তু ওটা এখন কেবল কালের সাক্ষি। ওখানে তিন শতাধিক বছরের পুরোনো ঐতিহ্যবাহী বিহারটির এখন কোন চিহ্নই নেই। গত ১৪ বছরে দখলদারদের থাবায় এটি নিশ্চিহ্ন হয়ে গেছে। বিহারটি ঘিরে বৌদ্ধ পল্লীটি নেই। সময়ের সাথে বদলে গেছে গ্রামের নামটিও। এটা এখন হ্নীলার উত্তর পাড়া হিসেবে পরিচিত। বিহারের ১৩ একর জায়গার মধ্যে কোন মতে বিহারটির ২ টি মূর্তি ঘিরে ২ একর পাহাড়ী জায়গা অবশিষ্ট রয়েছে।

বেদখল হওয়া অপর ১১ একর জায়গায় দখলদাররা ঘর, ভাড়া বাসা ও খামারসহ অন্যান্য কিছু করে দখল করে নিয়েছে। বিহারের কাজে এক সময় ব্যবহৃত পুকুরটিও এখন অন্যের দখলে। যেখানে চলছে মাছ চাষও। ৩১ দখলদারের দখলে থাকা ১১ একর জায়গায় এখন আর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ থাকেন না।

এমন কথা বলেছেন ওই এলাকার প্রবীণ ব্যক্তি রফিকুল ইসলাম। আজ থেকে ২০ বছর আগেই তিনি ছিলেন বিহারটির একজন পাহারাদার। বৌদ্ধ ভান্তের নানা কাজে সহায়তা করতেন তিনি।

তিনি বলেন, এক সময় এই বিহারটিতে পুরোনো সভ্যতার নিদর্শন ও ১৯ টি বুদ্ধ মূর্তি ছিল। এখন একটি ছোট্ট টিন ঘরে ২ টি বুদ্ধ মূর্তির অংশ বিশেষ রয়েছে। গত ১৪-১৫ বছরে ক্রমাগত বিহারটি অস্তিত্ব হারিয়েছে। বৌদ্ধ ধর্মের মানুষরাও একে একে চলে গেছে ৫ কিলোমিটার দূরে চৌধুরী পাড়ায়। ওখানে তৈরি হয়েছে আলাদা আরেকটি বৌদ্ধ বিহারও।

বৃহস্পতিবার ওই ঐতিহ্যবাহী বড় ক্যাং বা বিহারটির জায়গা পরিদর্শনে গেছেন বিশিষ্টজনদের একটি প্রতিনিধিদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাংলাদেশ আদিবাসি ফোরামের কেন্দ্রিয় সদস্য দীপায়ান খীসার নেতৃত্বে ১০ সদস্য পরিদর্শনকালে বিহারটির জায়গা দ্রুত উদ্ধার করে বিহার পূণঃনিমার্ণের দাবি জানান।

এসময় অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, গত ১৪ বছরের ৫ বার বিহারটি জায়গা পরিদর্শনে এসেছি। সর্বশেষ গত ৫ বছর আগেও এসে দেখে গেছি। ৫ বছর আগে যা ছিল তাও নেই। এটি রক্ষার জন্য নানা উদ্যোগ, নানা পদক্ষেপ গত ১৪ বছর ধরে করা হচ্ছে। কিন্তু রহস্যজনক কারণে উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

বিহার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিহারটির পুরোহিত উপিঞ ওয়াংশ মহাথেরো ২০০১ সালে উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য (প্রয়াত) মোহাম্মদ আলীর সাথে একটি নোটারি পাবলিকের মাধ্যমে চুক্তি করেন। যে চুক্তিতে বিহারের ২ একর জমিতে গাছ রোপণ করে লাভের অংশ ভাগ করার কথা রয়েছে। একই ভাবে ২০০৯ সালে বিহারের পুরোহিত উ কুশল্যা মহাথেরোর সাথেও মোহাম্মদ আলী বিহারের অন্যান্য জমিতে গাছ রোপনের জন্য আরও একটি চুক্তি করেন।

এর মধ্যে ২০১০ সালের ২৬ আগস্ট বিহারটিতে মুখোশধারী কিছু ব্যক্তি হানা দেন। তারা বিহারের পুরোহিতকে হুমকি দিলে তিনি পালিয়ে যান। ওই দিন বিহারের গুরুত্বপূর্ণ কিছু মালামাল লুট হন। মূলত ওই দিন থেকে বিহারটি দখল বা নিশ্চিহ্ন হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে বিহারের সাথে উধাও হয়ে গেছে পল্লীটিও। বদলে গেছে গ্রামের নাম।

সূত্র মতে গত ২০১২ সালের ২০ ডিসেম্বর টেকনাফ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এর একটি প্রতিবেদন ধরেই ৩১ দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ মামলার দায়ের করেন। যে মামলায় দখলদারদের উচ্ছেদের আদেশও দেয়া হয়।

মামলায় যাদের বিরুদ্ধে দখলের অভিযোগ আনা হয়েছে তারা হলেন, টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, ওসমান গনি, রহিমা খাতুন, আবদুস ছালাম, জহুরা খাতুন, হাসিনা খাতুন, নুরুল ইসলাম, আবদুল ওয়ারেছ, পেটান আলী, জলিল আহমদ, মো. কায়সার, আবুল কালাম, মকবুল হোসেন, বাদশা মিয়া, হাবিবুর রহমান, ওসমান সওদাগর, আবদুল্লাহ, কফিল আহমদ, মো. হাছন, ছৈয়দ হোছন, নবী হোছন, সোনা মিয়া, হাবিবুর রহমান, আবু ছিদ্দিক, ইসমাইল মিস্ত্রি, আবদুল গফুর, রশিদ আহমদ, মো. এলাহাত, মো. আলমগীর, খাইলুল বশর, বেলাল উদ্দিন।

বৌদ্ধবিহার রক্ষা কমিটির সদস্য সচিব ও আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা কমিটির সহসভাপতি ক্যা জ অং বলেন, ওই সময়ের ৩১ দখলদারের সংখ্যা এখন ক্রমাগত বেড়েছে। গত ১৪ বছর ধরে সরকারের একাধিক তদন্ত কমিটি জমির ধরণ ও পরিমাণ চিহ্নিত, সীমানা নির্ধারণ, সুনির্দিষ্ট দখলদারদের তালিকা করে তাদের উচ্ছেদ করার সুপারিশ করে। তদন্তের আলোকে উচ্ছেদ করে বিহারের ভূমিটি পরিচালনা কমিটির কাছে হস্তান্তরে জেলা প্রশাসনের নির্দেশনা থাকলেও সংশ্লিষ্টদের কোন পদক্ষেপ ছিল না। ফলে এখন প্রভাবশালীদের দখলে রয়েছে পুরো জায়গা।

বৃহস্পতিবার বিহারের জায়গা পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি টেকনাফ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামির সাথে দেখা করেন। এসময় সহকারি কমিশনার ভূমি আরিফ উল্লাহ নেজামি বিহারের জমি উদ্ধারে দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহামুদ আলী বলেন, ২০০১ সালে তার বাবার সঙ্গে বিহারের পুরোহিতের একটি চুক্তি হয়। যার শর্ত ছিল, বাবা গাছ লাগাবেন এবং লাভের অংশ সমানভাবে ভাগাভাগি করা হবে। যেহেতু বৌদ্ধ সম্প্রদায়ের লোক তা চান না তখন আমরা দখল ছেড়ে দেব। যে কেউ এসেই বিহারের খালি জায়গায় বিহারের কাজ পরিচালনা করতে পারেন। বিহার তৈরিতে আমি বারবার সহযোগিতা প্রদানের আশ্বাস দিচ্ছি। আমরা যে গাছ লাগিয়েছি তাও বিহারকে দিয়ে দেব। অন্যান্য দখলদারদের উচ্ছেদে প্রশাসনকে সহযোগিতা করবো।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফেরত আনতে সাধারণত ৪ থেকে ৫ বছর সময় লাগে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড....

রেমিট্যান্স অ্যাওয়ার্ডে প্রথম হয়েছে ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ প্রথম হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স...

হাদিকে হত্যাচেষ্টা: ফিলিপ স্নালকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্ঘুম অভিযান চলছে

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তবর্তী এলাকার ফিলিপ স্নাল নামের অন্যতম মানবপাচারকারীকে ধরতে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

আইসিএসবি কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এ স্বর্ণপদক পেল এডিএন টেলিকম

কর্পোরেট ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স–২০২৪ এ স্বর্ণপদক অর্জন...

ডেটা সুরক্ষার নীতিমালা শুধু কাগজে থাকলে চলবে না, সেগুলো বাস্তবে কার্যকর করতে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

কর্পোরেট ডেস্ক: দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ইডিজিই প্রকল্প), বাংলাদেশ সরকারের সহযোগিতায় ঢাকার বাংলাদেশ–চীন...

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ও ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার...

বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রাতিষ্ঠানিক দালালচক্র, নথি...

বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি নেতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসুস্থ হয়ে এক প্রবাসী বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বদলকোট ইউনিয়নের...