হালুয়াঘাট থেকে ৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ

Posted on November 12, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আইলাতলী সীমান্তের পূর্ব গোরাকুড়া এলাকা থেকে ৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি এর টহলদল। জব্দকৃত জিরার বাজার মূল্য প্রায় ৪১ লক্ষাধিক টাকা।

মঙ্গলবার (১২ নভেম্বর) হালুয়াঘাট উপজেলার আইলাতলী সীমান্তের মেইন পিলার ১১২৬/২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব গোরাকুড়ায় অভিযান চালিয়ে এই জিরা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানাগেছে, আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল মেইন পিলার ১১২৬/২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব গোরাকুড়ায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় পাওয়া ৩ হাজার ৪৫০ কেজি জিরা জব্দ করা হয়।

জব্দকৃত জিরা ময়মনসিংহ কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।