সাউথইস্ট ব্যাংক "বেতন কার্ড" গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর

Posted on November 11, 2024

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. মারমা কম্পোজিট লিমিটেডের মৃত কর্মচারীদের পরিবারের কাছে সাউথইস্ট ব্যাংক "বেতন কার্ড" এর গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজের অধীনে তিনটি চেক হস্তান্তর করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক, নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, মারমা কম্পোজিট লিমিটেডের মৃত কর্মচারীদের পরিবারের নিকট তিনটি চেক হস্তান্তর করেছেন।

সাউথইস্ট ব্যাংকের "বেতন কার্ড" হল একটি প্রিপেইড কার্ড যা বিশেষভাবে কর্পোরেট সংস্থাগুলির কর্মীদের বেতন এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে এর পাশাপাশি কার্ডধারীগণ গ্রুপ ইনস্যুরেন্স কভারেজ সুবিধা লাভ করতে পারে। এই কার্ডটি আরএমজি এবং অন্যান্য কর্পোরেট সেক্টরে মজুরি বিতরণের জন্য একটি সহজ এবং স্মার্ট সমাধান। “বেতন কার্ডধারীরা” যেকোন এটিএম, পয়েন্ট অফ সেলস, ই-কমার্স ব্যবহার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস থেকে এড-মানি সুবিধাসহ, এসইবিপিএলসি অ্যাপের মাধ্যমে অন্যান্য ভ্যালু-অ্যাডেড পরিষেবা পেতে পারেন।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান, ন্যাশনাল লাইফ ইন্স–্যরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী এবং মারমা কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা-ই-জামান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।