মো: বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বাউফল উপজেলায় পানিতে ডুবে ইমাম হোসেন(৬) ও আবুবকর (৪) নামের দুই সহোদর মারা গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, ঘটনার দিন দুপুর ২টার দিকে তিনি ইমাম হোসেন ও আবুবকর কে নিয়ে পুকুরে গোসল করতে যান। এসময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে ঘরে যান। ফিরে এসে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে এক পর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবুবকর কে একই পুকুরথেকে জাল টেনে উদ্ধার করেন। তিনি সহ স্বজনরা দুই ছেলেকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে জরুরী বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষনা করেন।
মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায়তাঁতের কাঠি সরকারী প্রাইমারী স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। ধারণা করা হচ্ছে, একই ভাই পানিকে পরে গেলে অপর ভাইতা কে তুলতে গিয়ে সে ও পানিতে পরে যায়।
তথ্য অধিদপ্তরের নিবন্ধন নম্বরঃ ৭৭
সম্পাদকীয় কার্যালয়: ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা,
সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০