কর্পোরেট সংবাদ ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে যুক্তরাজ্য থেকে দুইজন চিকিৎসক বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) চিকিৎসকদ্বয় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুইজন চিকিৎসক আন্দোলনে আহত ৬৫ জন রোগীকে দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সাথে একমত পোষণ করেছেন।
এদের মধ্যে ১৪ থেকে ১৫ জন রোগীর ব্যাপারে বুধবার তারা বিস্তারিত প্রতিবেদন দিবেন এবং পরবর্তীতে প্রতিবেদনের উপর ভিত্তি করে যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যের ঢাকার হাইকমিশন জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সাহায্যের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ইউকে ইমার্জেন্সি মেডিকেল টিম (ইএমটি) ঢাকায় এসেছে।
হাইকমিশন জানায়, মেডিক্যাল টিমে একজন অর্থোপেডিক সার্জন, একজন ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসন বিশেষজ্ঞ এবং একজন ক্লিনিক্যাল সমন্বয়কারী রয়েছেন। তারা ৫ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) কাজ করবেন।
এ দলের ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী সংঘাত-আক্রান্ত এলাকায় রোগীদের চিকিৎসার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।