নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল-হেলোবাইক সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৩ জন মোটরসাইকেল আরোহী ও হেলোবাইক চালক।
শুক্রবার (১১ অক্টবর) সকাল ১১ টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ব্রিজের পশ্চিম পাশের ঢালে (আইনালের ব্রিজ) এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় মারাত্মক আহত মোটরসাইকেল চালক জয়মন্টপ ইউনিয়নের বেপারী পাড়া এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ জাবেদ হোসেন (১৭), আরোহী ইদ্দত আলীর ছেলে মোঃ অন্তর মাহমুদ (১৮), মোঃ শাহিনুর রহমানের ছেলে মোঃ শামীম হোসেন (১৭) এবং হেমায়েতপুরের অজ্ঞাত হেলোবাইক চালকে স্থানীয়রা উদ্ধার করে হেমায়েতপুর জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মোটরসাইকেল আরোহী ৩ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত মোঃ জাবেদ হোসেনের চাচা মোঃ আলাউদ্দিন বলেন, জাবেদ বেশি গুরুতর জখম হয়েছে। বাকিদের কেটেছিঁড়ে গেছে। তিনজনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।