October 7, 2024 - 12:32 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশগাজীপুরে গার্মেন্টসের চোরাই কাপড় উদ্ধার, আটক ১

গাজীপুরে গার্মেন্টসের চোরাই কাপড় উদ্ধার, আটক ১

spot_img

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে চোরাইকৃত ফেব্রিক্স উদ্ধার ও জড়িত সন্দেহে মো: তৌহিদুল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোনাবাড়ি থানাধীন হরিণাচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকা আব্দুর রশিদ আকন্দের ছেলে।

পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার কালিয়াকৈর এলাকায় অবস্থিত লিডা এবং লিজ ফ্যাশন হতে প্রতিষ্ঠানের ড্রাইভার অপুর মাধ্যমে ২৬৫৪ কেজি ফেব্রিক রং করতে ভবানীপুর এলাকার একটি কারখানায় পাঠান কর্তৃপক্ষ। ড্রাইভার অপু সাথে আরো অজ্ঞাত ২-৩ জন নিয়ে নির্দিষ্ট স্থানে না গিয়ে কারখানার ফেব্রিক্স চুরি করে কোনাবাড়ীর হরিণাচালা এলাকায় অবস্থিত তৃহা এন্টারপ্রাইজ নামক একটি গোডাউন এর মালিক তৌহিদুলের কাছে বিক্রি করে। পরে কারখানার কর্মকর্তা গাজী সাদ্দাম হোসেন বিষয়টি জানতে পেরে কোনাবাড়ী থানায় বাদী হয়ে একটি চুরির মামলা রুজু করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরাইকৃত মালামাল উদ্ধার ও জড়িত আসামি তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।বাকি আসামি অপু পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন, জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ