টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি রেললাইনের ড্যাপাকান্দি রেলকক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার ফলদা গ্রামের আগতেরিল্লা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী আক্তার (২৫), সংগ্রাম আলীর শিশু মেয়ে জান্নাতি (১)। বাকি নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহতের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, যমুনা সেতু এলাকার ইব্রাহিমাবাদ স্টেশন থেকে জামালপুরে যাওয়ার পথে ভুঞাপুর উপজেলার টেপাকান্দি এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। আহত হন আরও পাঁচজন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: